শুক্রবার, ১৫ জুলাই, ২০১১

২০।ইসলাহী খুতুবাত (১)







ইসলাহী খুতুবাত মুসলিম বিশ্বের প্রখ্যাত আলিম,গবেষক,লেখক,মনীষী,আল্লাহর পথের এক অমর দাঈ শাইখুল ইসলাম জাস্টিস আল্লামা তাকী ওসমানীর একগুচ্ছ বয়ান সংকলন।নিচে তার বয়ানের কিছু অংশ তুলে ধরা হল।

বুদ্ধির কর্মক্ষেত্র

ইসলাম বলে তোমরা বুদ্ধির ব্যবহার করবে,তবে ওই সীমানা পর্যন্ত যেখানে পর্যন্ত তার কর্মশক্তি আছে,

কারন মানুষের একটা পর্যায় এমন আসে যেখানে বুদ্ধি হয়ে পড়ে অকর্মা,বরং ভুল উত্তর দিতে শুরু করে।যে সকল বিষয় আমাদের আকলের মাঝে ফিট করা হয়নি,সে বিষয়গুলোর সম্পর্কে জানতে আল্লাহ আর একটি মাধ্যম দান করেছেন,যাকে বলা হয় ওহীর জ্ঞান বা আসমানী শিক্ষা।ওহীর জ্ঞানের সীমানাতে যদি বুদ্ধিকে ব্যভার করা হয়,তবে সে ভুল উত্তর দিতে শুরু করবে।


মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক- 
                বুদ্ধির কর্মক্ষেত্র  
                                     ৪মেগাবাইট


রজব মাস কিছু ভ্রান্ত চিন্তার মূলউৎপাটন


মিরাজের ঘটনার পর আঠার বছর পর্যন্ত হুজুর (সাঃ) জীবিত ছিলেন।এই আঠার বছর কোথাও একথার প্রমান নেই যে তিনি শবে মিরাজের ব্যাপারে বিশেষ কোনো নির্দেশ দিয়েছেন কিংবা তা উদযাপনের প্রতি বিশেষ কোনো গু্রুত্ব দিয়েছেন।তার জামানায়ও এ রাতে জাগরন গুরুত্বের সাথে সাব্যস্ত নয়।

্মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক-       
                        
                 রজব মাস কিছু ভ্রান্তচিন্তার মূলউৎপাটন
                                                ৬৪৯ কিলোবাইট


নেক কাজে বিলম্ব করতে নেই


নেক কাজের প্রতিজোগিতা প্রিয় ও প্রশংসনীয়।সময় সুযোগের অপেক্ষায় বসে থেকো না,বরং যখন যে নেক কাজের আকাঙ্খা মনে জাগে তা চট জলদি করে নাও।বিলম্ব করে আগামীকালের জন্য ফেলে রেখো না।


মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক- 
                নেক কাজে বিলম্ব করতে নেই
                                                      ২ মেগাবাইট

সুপারিশ


বর্তমান সমাজে সুপারিশ এক প্রকার অভিসাপে পরিণত হয়েছে।বর্তমানে অন্যায় সুপারিশ ব্যতীত কোন কাজ হয় না।কারন,জনগনকে সুপারিশের বিধিবিধান ভুলিয়ে দেয়া হয়েছে,শরীয়তের চাহিদাসমূহ মন থেকে মুছে দেয়া হয়েছে।অতএব,এসব বিধানের প্রতি খেয়াল রেখে সুপারিশ করা হলে তা জায়েয হবে অন্যথায় নয়।


 মিডিয়াফায়ারডাউনলোড লিঙ্ক-  সুপারিশ
                                           ১ মেগাবাইট
                       


রোজার দাবী কি?


রোজা অর্থ কী? রোজার অর্থ কিছু সময় এর জন্য খানা পিনা ও প্রবৃত্তির চাহিদা পূরন থেকে বিরত থাকা।রোজার সময় এই তিনতি জিনিস অবশ্যি পরিত্যাগ করতে হবে।এবার লক্ষ করুন কিছু হালাল জিনিষ আপনি রোজার সময় করা থেকে বিরত থাকলেন,যেমন-বৈধ পদ্ধতিতে স্বামী স্ত্রীর প্রবৃত্তির চাহিদা পূরন করা।কিন্তু যেগুলো পূর্ব থেকে হারাম ছিল,যেমন –মিথ্যা কথা বলা,গীবত করা,কুদৃষ্টি দেয়া এগুলো পুর্ব থেকেই হারাম ছিল।অথচ এখন রোজাও রাখা হচ্ছে,কূদৃষ্টিত্ত দেয়া হচ্ছে।রোজাদার,অথচ সময় কাটানোর নামে নোংরা ফ্লিমও দেখা হচ্ছে।তাহলে আমার প্রশ্ন,এটা রোজা হল কি?

মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক-   
                রোজার দাবী কি?
                                    ২ মেগাবাইট
                    
                     
নারী স্বাধীনতার ধোকা


আধুনিক সভ্যতার বিস্ময়কর দর্শন হচ্ছে- নারী যদি স্বগৃহে নিজের জন্য, নিজের স্বামীর জন্য,মাতা পিতা ভাই-বোন,সন্তান ও সন্ততির জন্য রান্না বান্না করে তবে এটা হচ্ছে বন্দিত্ব। কিন্তু সেই নারী যখন অপরিচিত পুরুষের খাবার পরিবেশন করে,তাদের কক্ষ ঝাড়ু দেয়,হোটেলে আর বিমানে তাদের আপ্যায়ন করে,মার্কেটে মুচকি হাসির মাধ্যমে গ্রাহক আকর্ষন করে, অফিসে মিষ্ট ভাষনের মাধ্যমে নিজ অফিসারের চিত্তমুগ্ধ করে,তখন তাকে বলা হয় স্বাধীনতা আর প্রগতি,কিন্তু এ কেমন স্বাধীনতা? এ কেমন আত্নমর্যাদাবোধ।

মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক-
               নারী স্বাধীনতার ধোকা
                                          ৩মেগাবাইট




দ্বীনঃসন্তষ্টচিত্তে মানার জিন্দেগির নাম

দ্বীনের সকল রহস্য এই যে বিশেষ কোনো আমলের নাম দ্বীন নয়।নিজ চাহিদা পূর্ণ করার নামও দ্বীন নয়।নিজ অভ্যাসগুলো আদায় করার নামও দ্বীন নয়।বরং দ্বীন মানার জিন্দেগীর নাম।আল্লাহ যেমনটি বলেন তেমনটি করার নাম দ্বীন। তার কাছে নিজেকে পুরোপুরি অর্পন করার নাম দ্বীন ।

মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক- 

                দ্বীনঃসন্তষ্টচিত্তে মানারজিন্দেগির নাম
                                              ২মেগাবাইট


বিদআত

বিদআতের জঘ্ন্যতম দিক হল এই যে মানুষ নিজেই দ্বীনের আবিস্কারক হয়ে যায়।অথচ এই দ্বীনের আবিষ্কারক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা।বিদাতকারী কেমন যেন পর্দার আড়াল থেকে একথার দাবী করে যে,আমি যা বলেছি তাই দ্বীন। এই বিষয়ে আমি আল্লাহ ও তার রাসূল এর চেয়ে বেশি জানি।সাহাবায়ে কেরামের চেয়েও ঢের বেশি আমার জানা।মূলত এহেহ দাবি শরীয়তসন্মত নয়,বরং নফসের চাহিদা পূরন এই দাবির মূল কথা।

মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক-   
                বিদআত 
                            ২মেগাবাইট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন