বুধবার, ৫ জানুয়ারী, ২০১১

৬।বিষয় ভিত্তিক শানে নু্যূল ও আল-কুরানে বর্ণিত মর্মান্তিক ঘটনাবলী






আমরা যারা কুরান এর অনুবাদ পড়তে যাই তখন প্রায়ই যে সমস্যায় পড়ি তা হল অনেক আয়াত এর নাজিল হওয়ার কারন না জানা থাকার কারনে 


ঐ আয়াত এর পেক্ষাপট এবং বর্তমানে ওই আয়াত আয়াত এর শিক্ষা বুঝতে আমাদের সমস্যা হয়।আজকের এই বইটি আয়াত নাজিল হওয়ার ঘটনা নিয়ে সাজানো।আমরা আশা করি পাঠক এই বইটি পড়ে কুরান এর আয়াত নাজিল হওয়ার তৎকালীন ইতিহাস সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবেন যা একজন মুসলমান এর কুরান বোঝার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।


ডাউনলোড লিঙ্ক- ফাইল-১ 



                   ফাইল-২ 



                   ফাইল-৩


1 টি মন্তব্য: