সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১১

২৯।তাযকিরাতুল আখেরাহ


 প্রবীণ প্রফেসর।তরিৎ প্রকৌশলী।বুয়েট ও গাজীপুর আইইউটির অবসরপ্রাপ্ত শিক্ষক।তার ছাত্ররাও ইদানিং পৌঢ়ত্ব পেরুতে শুরু করেছেন।অথচ তিনি রাত দিন ব্যস্ত।কিন্তু ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞান প্রযুক্তি নিয়ে নয়।তার ব্যস্ততা মানুষের ঈমান আমল ও আখলাক নিয়ে।
কোথায় কোরান শিক্ষার সুব্যবস্থা করা যায়,ইসলামী গীবন আদর্শ নিয়ে দুই একটা কথা বলা যায়।এসব হল তার দৈনন্দিন চিন্তা।পবিত্র কোরানের এমন জীবনের কাছাকাছি ব্যবহার তার কথার মাধ্যমে ফুটে উঠে যা এক কথায় অসাধারন।যুগের মানসিকতা বুঝে তার উপোযোগী করে কোরানের আবেদন সবার কাছে তুলে ধরা তার অকৃত্রিম কোরান ঘনিষ্ঠতার নিদর্শন।আলেম,শিক্ষক,বুদ্ধিজীবী,সাধারন শিক্ষিত মানুষ সবার জন্যই ভাবনার খোরাক আছে এই বইতে।আসা করি পাঠকরা এর মাধ্যমে উপকৃ্ত হবেন।

মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক- পার্ট- ১    
                                                    সাইজ-১১ মেগাবাইট

                                   পার্ট-২
                                                    সাইজ-১৪ মেগাবাইট

                                                  


৩টি মন্তব্য: