মাওলানা তারিক জামিল একজন কিংবদন্তী দাঈ।তার বয়ান এর যাদুময়তার
সুবাদে তার নাম এখন মুখে মুখে।তিনি প্রথমে মেডিকেল পড়াশুনায় উচ্চ শিক্ষা লাভ
করেছেন।তারপর পড়েছেন দ্বীন ইসলাম নিয়ে। তার বয়ান নারী পুরুষ সবাইকে আকৃষ্ট
করে।আমরা আসা করি আলোকিত নারী বইটি একিই সাথে পুরুষ ও নারী উভয়কে আলোকিত করবে।তার
বয়ানের সামান্য একটু তুলে ধরা হল,
তার দয়া এত বেশি মানুষ যতই
তাওবা করতে থাকে তিনি ততই মাফ করতে থাকেন ।এই পৃথিবীতে কেউ যদি মা বাবার সাথে কোন
রকমের খারাপ আচরন করে,তারপর ক্ষমা চায় মা বাবা ক্ষমা করে দিবেন।দ্বিতীয়বার করলে
দ্বিতীয়বার করবেন।তৃতীয়বার করলে তৃতীয়বার করবেন।কিন্তু চতুর্থবার গিয়ে বলবেন এটা
তোর চরিত্র।তুই আমাদের সাথে উপহাস করছিস।তুই এটা নিয়ম করে নিয়েছিস,আমাদের কথা
অমান্য করবি আর মুখে বলবি,মাফ করে দাও।কিন্তু আল্লাহতাআলা শান দেখুন,জীবনভর বান্দা
তাওবা করছে আর ভাঙ্গছে এবং জীবনভর বলছে হে আল্লাহ আমাকে মাফ করে দাও।আমি সত্য মনে
তাওবা করছি । আর আল্লাহও বলে রেখেছেন-“বান্দা তুমি যদি বলো ক্ষমা করে দাও।তাহলে
আমি ক্ষমা করে দেবো।
ডাউনলোড লিঙ্ক- মিডিয়াফায়ার লিঙ্ক ফাইল সাইজ-১২ টা ফাইল ৩৫ মেগাবাইট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন