শনিবার, ৭ জানুয়ারী, ২০১২

৩২।কুরানের ডাক ও আমদের জীবন




ধর্মীয় আবেগের মূল প্রেরণা আখেরাতের কল্যাণআমাদের সমসাময়িক চিন্তা ভাবনা,ঐকান্তিক প্রচেষ্টা দুনিয়ার এই ক্ষুদ্র সাময়িক প্রাপ্তিকে ঘিরে আবর্তিতবিধর্মী সমাজের তথাকথিত বুদ্ধিজীবিদের প্ররোচনায় আমাদের ধর্মীয় অনুভূতি এমন পর্যায়ে পৌঁছেছে যে,অনেক সহজ করনীয় মূল্যবোধও আমাদের কাছে দুর্বোধ্য মনে হয়
চারিত্রিক মূল্যবোধ গুণাবলীর বিকাসে মিডিয়ার ভূমিকা এত বেশী প্রভাব বিস্তার করেছে যে যার ফলে আমাদের বনে এই ধারনার জন্ম নিয়েছে যে,ধর্মীয় কোন আলোচনা সময়ের অপচয় মাত্রআমাদের জ্ঞান অজ্ঞতা,আলেমদের সম্পর্কে অস্পষ্ট ধারনা,আখেরাতের কল্যাণকামী জীবনের প্রতি উদাসীনতা আমাদেরকে ইসলামের একনিষ্ঠ কল্যাণ থেকে দূরে সরিয়ে রেখেছেপ্রফেসর মুহাম্মদ হামিদুর রহমান মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য যে আলোচনা করেছেন তার কিছু অংশের সংকলনের চেষ্টা করা হয়েছে এই বইটিতেআসা করা যায় এই সংকলন পাঠকের ইসলামের দিকে নতুনভাবে অনুপ্রাণিত হতে সহায়ক হবেইনশাআল্লাহ

ডাউনলোড লিঙ্ক- কুরানের ডাক আমাদের জীবন 
                    মিডিয়াফায়ার লিঙ্ক ফাইল সাইজ- ২৩ মেগামাইট

1 টি মন্তব্য: