মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১২

৩৪।ইসলাহী খুতুবাত (৮)



আজ আবার আপনাদের সামনে একটি ইসলামিক বই নিয়ে হাজির হয়েছি।আপনারা জানেন আমি আপনাদের জন্য সবসময় চেষ্টা করি নতুন কিছু ভাল বই দেয়ার জন্য,এর ধারাবাহিকতায় আজকে ইসলাহী খুতুবাত এর ৮ম খন্ড প্রকাশিত হল।
এই বইয়ের মধ্যে মাওলানা তাকী ওসমানী যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছেন তা হল-

১।দাওয়াত ও তাবলীগের মূলনীতি।
২।সুখময় জীবনের সন্ধানে।
৩।মানুষকে কষ্ট দেয়া।
৪।পাপমক্তির উপায় ও আল্লাহভীতি
৫।আত্নীয়-স্বজনদের সঙ্গে সদাচারণ
৬।মুসলিম মুসলিম ভাই ভাই।
৭।সৃষ্টিকে ভালোবাসুন।
৮।আলেম ওলামকে অবজ্ঞা কর না।
৯।গোস্বাকে কাবু করুন।
১০।মুমিন মুমিনের আয়না।
১১।দুটি ধারা-কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ


মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক-  ইসলাহী খুতুবাত ৮ (২টা ফাইল সাইজ-১৭ মেগাবাইট)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন