বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১১

১১।নতুন দাওয়াত নতুন পয়গাম










সাইয়েদ আবুল হাসান আলী নদভী রচিত নতুন দাওয়াত নতুন পয়গাম বইটিতে তিনি তার আবেগঝরা প্রয়োজনীয় অভিব্যাক্তির প্রকাশ ঘটিয়েছেন।বইটি পড়লে মনে হবে তিনি তার  মনের সবটুকু আকুলতা দিয়ে মুসলিম উম্মাহর বিবেকে চেতনার পরশ বুলাতে চাচ্ছেন।চেতনাধারী কারো পক্ষে তা পাঠে প্রভাব ও প্রতিক্রিয়াহীন থাকাটা প্রায় অসম্ভব।লেখকের লেখনী সামান্য একটু তুলে ধরা হল-




মুসলিম বিশ্বের সামনে আজও দুনিয়ার জন্য নতুন পয়গাম এবং জীবনের জন্য নতুন দাওয়াত অক্ষুন্ন আছে।এটি ওই পয়গাম যা মুহাম্মাদ (স) সাড়ে তেরশ বছর পূর্বে বিশ্ববাসীর সামনে উপস্হাপন করেছিলেন।এটি অত্যান্ত শক্তিশালী ও স্পষ্ট পয়গাম।এর চেয়ে জোরালো উন্নত ও বরকতময় পয়গাম আজ পর্যন্ত দুনিয়ার কোন ভাষায় কেউ উপস্হাপন করতে পারেনি।আজও লোকেরা হাতে তৈরী নিথর পাথরের মূ্র্তিকে সেজদা করছে আজও এক স্রষ্টার ইবাদত অপ্রচলিত ও অপরিচিত।এখনও গায়রুল্লাহর ইবাদতের বাজার সরগরম,প্রকৃ্তি পূজার ব্যাপ্তি সবখানে।দুনিয়ার কর্তৃত্ব ও নেতৃত্ব তাগুতের হাতে ন্যস্ত।তাদের সামনে সবাই করজোড়।তাদেরকে সমীহ করা হচ্ছে,তাদের সামনে মাথা ঝুকানো হচ্ছে,যেভাবে বাতিল মাবূদের সামনে সাড়ে ১৪০০ বছর পূর্বে মাথা ঝুকানো হতো।

মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক-   নতুন দাওয়াত নতুন পয়গাম 
                                                               ফাইল সাইজ-৯ মেগাবাইট


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন