বৃহস্পতিবার, ১৯ মে, ২০১১

১৪।আল্লাহর পথের ঠিকানা



আবুল হাসান আলী নদভী এর আর একটি অসাধারন বই আল্লাহর পথের ঠিকানা,তার লেখনীর সামান্য অংশ নিচে তুলে ধরা হল-
আজ পৃথিবীর সবচেয়ে বড় দুর্ভোগ হলো,প্রবৃত্তি পূজা।পৃথিবীর বড় বড় লিডার এবং শান্তির পতাকাবাহী (ট্রুম্যান, চার্চিল,স্ট্যালিন) সবচেয়ে বড় প্রবৃত্তিপূজারী।


এরা নিজেদের প্রবৃত্তিপূজার মধ্যদিয়ে জাতীয় অংহবোধের মধ্যদিয়ে যা প্রবৃত্তি পূজারিই উন্নত ও বিকশিত রুপ পৃথিবীকে ছাই বানিয়ে দেয়ার জন্য প্রস্তুত।এটম বোমার চেয়ে বিপদজ্জনক হলো প্রবৃত্তিপূজা যা পৃথিবীকে ধ্বংশ করে দিয়েছে।লোকজন ক্রুদ্ধ হয় এটম বোমার উপর।এটম বোমা কেয়ামত ঘটিয়ে দিতে পারে।আমি তো বলি এটম বোমার অপরাধ কি? আসল অপরাধ এটম বোমার নির্মাতার।তার চেয়ে আগে অপরাধী হলো,সেই সব বিদ্যানিকেতন এবং সেই সব সংষ্কৃতি,যেগুলো এই বোমাকে তৈরী করেছে।আর এসব কিছুর মূল হলো প্রবৃত্তিপূজা যা এই সংষ্কৃতির জন্ম দিয়েছে।
আমাদের দাওয়াত এবং আমাদের আন্দোলোন শুধু এটাই এবং এই লক্ষেই যে প্রবৃত্তিপূজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হোক।আল্লাহর দাসত্বমুখী জীবনধারা ব্যাপক করা হোক।আমরা এই বিশেষ উদ্দেশ্য নিয়েই আপানাদের  মুখোমুখী হয়েছি।আমারা জাতির প্রত্যেক শ্রেণীর মানুষকে আহবান করি এবং তাদের সামনে আল্লাহর দাসত্বের শ্রেষ্ঠতম ঝান্ডাবাহী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর শিক্ষা তার জীবন চরিত এবং তার সাথীবর্গের ঘটনাবলী উপস্থাপন করি,যারা ছিলেন আল্লাহর দাসত্বের পথের সঠিক ও সত্য পথপ্রদর্শক।আমাদের বিশ্বাস অনুযায়ী তাদের দেখানো পথেই রয়েছে মানবতার মুক্তি এবং পৃথিবীর যাবতীয় দুর্ভোগের সমাধান।আমাদের কাজ ও বক্তব্য একটি উন্মুক্ত গ্রন্থ,যার ইচ্ছা হয় তিনি এই গ্রন্থ পাঠ করে দেখুন।

মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক- আল্লাহর পথের ঠিকানা

ফাইল সাইজ-৬ মেগাবাইট


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন