রবিবার, ২৯ মে, ২০১১

১৫।সিহাহ্ সিত্তার হাদীসে কুদসী



আল্লাহর কালামের পর সর্বাধিক আকর্ষণ যে জিনিশের মধ্যে রয়েছে তা হল তার রসূলের হাদীস।হাদীসের মধ্যে আবার সর্বাধিক আকর্ষণ রয়েছে হাদীসে কুদসীতে।প্রিয় রসূল যেসব হাদীসের সম্পর্ক জুড়ে দিয়েছেন আল্লাহর সাথে  সেগুলোই হাদীসে কুদসী।


যেমন- আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিত,তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে,আল্লাহ বলেন, আদম সন্তান আমকে কষ্ট দেয়।সে সময়-কালকে গালি দেয়।অথচ আমিই সময় কাল।আমার হাতেই সবকিছুর পরিচালনা ও নিয়ন্তণের সর্বময় ক্ষমতা।দিনরাত্রির আবর্তন আমিই করে থাকি।  নির্ভরযোগ্য ৬ খানা হাদীস গ্রন্হ থেকে সকল হাদীসে কুদসী এক করে সংকলন করা হয়ছে সিহাহ্ সিত্তার হাদীসে কুদসী নামক এই বইটি।আশা করি পাঠক বইটির মাধ্যমে অনেক উপকৃত হবেন।


 মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক-    
              সিহাহ্ সিত্তার হাদীসে কুদসী

ফাইল সাইজ-৮ মেগাবাইট
               

1 টি মন্তব্য: