শনিবার, ৪ জুন, ২০১১

১৬।রাসূল মুহাম্মদ(স) এর মুযেজা



মানুষ যেন এই দুনিয়ায় ও মৃত্যুর পরের জীবনে কল্যান লাভ করতে পারে সেজন্য আল্লাহ যুগে যুগে জাতির কাছে নবী ও রাসূল পাঠিয়েছেন।কিছু রাসূলকে মুযেজা প্রদর্শনের শক্তি দান করা হয় যেন আল্লাহর বানী প্রচারে তা তাদেরকে সাহায্য করে।
মুযেজাপ্রাপ্ত নবীদের মধ্যে অন্যতম হলেন- হযরত ইব্রাহীম(আঃ),মূসা(আঃ),ঈসা(আঃ) ও মুহাম্মদ (স)।


এসব মুযেজার কথা পবিত্র কোরানে বলা আছে।আগের অনেক নবী ও রাসূলের মতো হযরত মুহাম্মদ (স) ও আল্লাহর অনুমুতি নিয়ে বেশ কিছু মুযেজা দেখান-যেন মানুষ মুযেজা থেকে শিখতে পারে।কিছু মুযেজা বিখ্যাত যেমন পবিত্র মসজিদে রাত্রিকালীন ভ্রমন ও আল্লাহর কাছে যাওয়ার জন্য সাত আসমানে গমন।অন্য কিছু মুযেজা ততটা পরিচিত নয় যেমন-রাসূলের আঙুল থেকে পানি প্রবাহিত হওয়া।হারুন ইয়াহিয়ার এই বইতে মুযেজার প্রকৃতি,কেন ও কখন বিভিন্ন নবীকে আল্লাহ মুযেজা দান করেছেন,সে সম্পর্কে বলা হয়েছে।এছাড়া কুরান ও হাদীসের আলোকে রাসূল মুহাম্মদ (স) কে যে সব মুযেজা দেখানোর ক্ষমতা দেয়া হয়েছিল,তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।


মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক-    
রাসূল মুহাম্মদ(স) এর মুযেজা

ফাইল সাইজ-৮ মেগাবাইট

২টি মন্তব্য: