রবিবার, ১৯ জুন, ২০১১

১৭।শওকে ওয়াতন বা আখিরাতের প্রেরণা

শওকে ওয়াতন  বা আখিরাতের প্রেরণা মাওলানা আশরাফ আলী থানভী রহ এর রচিত একটি গ্রন্থ,এই গ্রন্থের মূল বিষয় হল মানুষকে আখিরাতের প্রতি সচেতন করে তোলা,


এই ক্ষনস্থায়ী দুনিয়ার ঝামেলায় পরে আমরা আমাদের আসল ঠিকানা ভুলে যাই ভুলে যাই আমাদের আল্লাহকে,এই অবস্থায় প্রয়োজন হয় আমাদের ভয় ভীতি শুনিয়ে সর্তক করার কিংবা জান্নাতের নেয়ামত এর কথা শুনিয়ে তার দিকে আকৃষ্ট করার।এই বইয়ের সকল হাদীস সিয়াহ সিত্তার হাদীস গ্রন্থ এবং মেশকাত শরীফ থেকে নেয়া হয়েছে।বইটি পরে পাঠক এর আখিরাতের প্রতি সামান্য মনোযোগ আসলে আমাদের শ্রম সার্থক হবে।আল্লাহ সকল মুসলমানকে আখিরাত সম্পর্কে চিন্তা করার তৌফিক দিক আমীন।

মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক-  
               শওকে ওয়াতন

ফাইল সাইজ- ৬ মেগাবাইট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন