বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম ইসলামী ব্যক্তিত্ব বিচারপতি মাওলানা
তাকী ওসমানীর অমূল্য বয়ান এর ৫ম খন্ড প্রকাশিত হল।নিচে বয়ানের কিছু অংশ তুলে ধরা হল।
বিনয়ঃ সফলতার সোপান
বিনয় একট গুরুত্বপূর্ণ বিষয়।বিনয়শূন্যতা মানুষকে
ফেরাউন ও নমরুদের স্তরে নিয়ে যায়।অন্তরে বিনয়ী না হলে অহংকারী হবে।সেই অন্তর অপরকে
তুচছ ভাববে,বড়াই করবে।আর অহংকারী ও বড়াই হলো সকল আত্নিক ব্যাধির মূল।
হিংসা একটি সামাজিক রক্তক্ষরন
হিংসার ঊপমা আগুনের মত।আগুনের কাজ হলো জ্বালিয়ে ভস্ম
করে দেয়া।যেমন আগুন শুকনো কাঠকে পুড়ে খেয়ে ফেলে।এক পর্যায় কাঠের অস্তিত্বই থাকে
না,কাঠ ছাই হয়ে যায়।এ পর্যায় এসে আগুনের তপ্ত জিহবা জ্বালানোর লোভে যখন অন্য কিছু
খুজে পায় না,তখন সে নিজেকেই নিজে খাওয়া শুরু করে।জ্বলতে জ্বলতে নিজের অস্তিত্বকে
শেষ করে দেয়।অনুরুপভাবে হিংসুকের বিষাক্ত কামনা অপরকে দংশন করার কামনায় মত্ত
থাকে।কিন্তু যখন ব্যর্থ হয়,তখন নিজেই হিংসার আগুনে জ্বলতে থাকে এবং ক্রমে ক্রমে
নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।
স্বপ্নের তাৎপর্য
ভালোভাবে বুঝে নিন মানুষের স্তর ও মর্যাদা নির্ধারনের
মাপকাঠি সপ্ন নয় এবং কাশফও নয়।বরং প্রকৃত মাপকাঠি হল জাগ্রত অবস্থায় জীবন সঠিকভাবে
যাপ্ন করছে কিনা?গুনাহ থেকে বেচে থাকছে কিনা? বাস্তব জীবনে সে আল্লাহ ও তার
রাসূ্লের আনুগত্য করছে কিনা?এসব প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে সে হাজার হাজার স্বপ্ন দেখলেও কিংবা
হাজার হাজার কাশফ ও কেরামত দেখালেও সে আল্লাহর ওলী হতে পারবে না।
অলসতার মোকাবেলায় হিম্মত
কোনো কাগ করার ব্যাপারে যখন অলসতা দেখা দেয় তখন ওই সময় মানুষের জন্য এক পরীক্ষার সময়।তখন একটা
অবস্থা এমন হতে পারে যে অলসতার কাছে হার মেনে নেবে নফসের ডাকে সাড়া দিয়ে
দিবে।কিন্তু এর ফলে হার মানার অভ্যাস গড়ে উঠবে।আজ এক কাজে হারে মানলে অন্যদিন আরেক
কাজে হার মানবে।অপর দিকে আরেকটি অবস্থা এই হতে পারে যে তখন অলসতাকে হিম্মত এর
মাধ্যমে পিষে ফেল্বে।মেহনত ও শ্রমের মাধ্যমে অলসতার মোকাবেলা করবে।ইনশাআল্লাহ কাজ
হয়ে যাবে।
পোশাক ইসলাম কি বলে
বর্তাম যুগ ফ্যাসনের যুগ।মানুষের চিন্তা চেতনায় বদলে
গেছে।রুচির বিকৃতি ঘটেছে।পছন্দ কিংবা অপছন্দ মূল্যহীন হয়ে পড়েছে।ফ্যাশনের পেছনে
মানুষ দৌড়াচ্ছে।গতকালের ফ্যাশন আজ মূল্যহীন হয়ে পড়ছে।এক সময় বড় ও ঢিলাঢালা পোশাক
ছিল ফ্যাসন।আর এখন চলছে সংক্ষিপ্ত পোশাকের ফ্যাশ্ন।অতীতে যা ছিল নন্দিত এখন তা হয়ে
গেল নিন্দিত,বোঝা গেল ফ্যাশন অস্থির।পক্ষান্তরে ইসলাম এর বিধান হলো স্হির।অতএব
ইসলাম হবে সবকিছুর মাপকাঠি।এমনকি পোশাকেরও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন