বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১২

৩৯।অমানিসার আলোকমালা



নিঃসীম অন্ধকারে দাঁড়িয়ে সেই আলোক দিসারী,যার আলো জ্যোতির্ময়-মহান প্রভুর আলোয় আলোকিত।আদি দিগন্ত ছড়ানো তার দ্যুতি,যার স্পর্শ সর্বত্রগামী
।মরুময়,ঊষ্রভূমি আরবের এই আলোকময় মানুষটি ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ।যার আবির্ভাবে আলোকিত হয়েছে সে সময়কার অগনন মরুচারী বেদুঈন মানব মানবী।যাদের আজীবন লালিত অবিশ্বাসী অন্তরে এসেছে তৌহিদের বোধ।ইসলামের সূচনাপর্বে তাদেরই কয়েকজন বিশ্বাসী ও রাসূল প্রেমিক সাহাবীদের জীবনের কথা নিয়ে সাজানো হয়েছে এই বইয়ের সংক্ষিপ্ত কলেবর।

মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক- অমানিসার আলোকমালা
                                                  
                                                     সাইজ-৫ মেগাবাইট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন