আল্লাহ
পবিত্র কোরানে বলেন-
আচ্ছা তবে দেখ! যে বীর্য তোমরা পতন কর,তোমরা কি তা সৃষ্টি কর
না আমি তার স্রষ্টা ? যে বীজ তোমরা বপন কর সে সম্বন্ধে চিন্তা করেছ কি ?তোমরা কি
তা অঙ্কুরিত কর, না আমি অঙ্কুরিত করি ? তোমরা যে পানি পান কর সে সম্বন্ধে কি [কখনও
] চিন্তা করেছ ?
তোমরা কি তা [ বৃষ্টিরূপে ] মেঘ থেকে পতিত কর না আমি করি ?চিন্তা
করে দেখেছ কি তোমরা যে আগুন জ্বালাও, সে সম্বন্ধে ? তোমরা কি আগুনে দাহ্য গাছকে
সৃষ্টি করেছ, না আমি তা উৎপন্ন করেছি ?
তবে কেন তোমরা [হস্তক্ষেপ ] কর না , যখন [মৃত্যু পথযাত্রী
ব্যক্তির আত্মা ] তাঁর কণ্ঠে এসে উপস্থিত হয়,এবং তোমরা তখন [ অসহায়ভাবে ] তাকিয়ে
থাক,যদি তোমরা কারও শাসনের অধীন না হও,তবে কেন তোমরা আত্মাকে ফিরিয়ে আন না, যদি
তোমরা সত্যবাদী হও।
সূরা ওয়াকিয়া-৫৮-৫৯,৬৩-৬৪,৬৮-৬৯,৭১-৭২,৮৩-৮৪,৮৭
সূরা ওয়াকিয়া-৫৮-৫৯,৬৩-৬৪,৬৮-৬৯,৭১-৭২,৮৩-৮৪,৮৭
বইটিতে এই
আয়াতগুলোর ব্যখ্যা করা হয়েছে,আসা করি পাঠকের ভাল লাগবে।
আল্লাহ আপনাকে জ্জাখায়ের দানকরুন
উত্তরমুছুন