শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

৪৫।জীবনকে উপভোগ করুন– ড,মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আরিফী

 




জীবনকে উপভোগ করুন
লেখকঃ ড,মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আরিফী।
অনুবাদকঃ কাজী মুহাম্মদ হানিফ
প্রকাশনীঃ পিস পাবলিকেশন
জীবনের বাঁকে বাঁকে মানুষ নানাবিধ সমস্যার মুখোমুখি হয়। এসব সমস্যা সঠিকভাবে সমাধান করে জীবনকে আনন্দময় ও সচ্ছন্দ করা সম্ভব। কিন্তু অনেক সময় সমস্যা এতটাই জটিল হয় যে, সেগুলোর সামনে নিজেকে অসহায় মনে হতে থাকে।
এমনসব পরিস্থিতিতে এই কালজয়ী গ্রন্থ ‘জীবন উপভোগ করুন’ আপনার অসাধারণ উপকার সাধন করতে পারে। সৌদী আরবের বিশিষ্ট আলেম ও লেখক ডক্টর মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফীর বিশ বছরের অভিজ্ঞতার সারনির্যাস এই গ্রন্থ। এর আরবী সংস্করণের মুদ্রণসংখ্যা প্রকাশের পর প্রথম বছরেরই দশ লাখ ছাড়িয়ে গেছে।
বইটি নবীজি (সঃ) এর জীবন এবং ইসলামের সমৃদ্ধ সোনালি অতীত থেকে নেওয়া বেশ কিছু ঘটনার এক অনবদ্য সংকলন।এবং এর একটি অনন্য বৈশিষ্ট্য হলো প্রায় সব বর্ণিত ঘটনা কিংবা হাদীস বা প্রাচীন কাব্য সমুহ আনা হয়েছে ‘আনকমন’ বা পাঠকমহলে নতুন। এই বইটিতে লেখকের জীবনের এমন কিছু ঘটনার স্থান যেগুলো পাঠকদের চিন্তা জগতের অলোড়িত করার ক্ষমতা রাখে। সাধারণ মানুষ ব্যক্তিগত ও সামাজিভাবে যেসব সমস্যার সম্মুখীন হয়, এই গ্রন্থে নবী-চরিতের আলোকে সেগুলোর সমাধান পেশ করা হয়েছে। উপস্থাপনা সহজ ও সাবলীল। তার সাথে যিনি এই বইটির বঙ্গানুবাদ করেছেন তার ভাষা এমন সহজ ও সৌন্দর্যমন্ডিত যে পাঠকের মনে হতে পারে অনুবাদক এতে নতুন প্রাণ দিয়েছেন। বুইটিতে উদাহরণ পেশ করা হয়েছে নবী কারীম সা., সাহাবায়ে কেরাম ও বুযুর্গানে দ্বীনের জীবন-চরিতের আলোকে। আর এগুলোর মাধ্যমেই উন্নত ও সফল জীবন যাপন করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে।বইটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল বইটিতে সামাজিক দক্ষতার সর্বোত্তম ব্যাবহার আমাদের জিবনে কি পরিমান কল্যান বয়ে আনতে পারে তা নবীজি (সঃ) এবং তার সাহাবা (রঃ) জীবন থেকে উদাহারন দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে।
পরিশেষে, বইটি আত্মউন্নয়নের পথে একটি বাস্তবিক ও সুপরিকল্পিত দিক নির্দেশনা,ঠিক একইভাবে ঐতিহাসিক ঘটনাবলির অমুল্য রত্নভান্ডার এটি। পাঠক মিস না করে পড়ে ফেলেন আশাকরি আপনার আত্মসচেতনতার পাশাপাশি আত্মার পুষ্টির যোগান দিবে বইটি।

 ডাউনলোড লিঙ্কঃ
জীবনকে উপভোগ করুন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন