শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

৪৬। ইউনিভার্সিটির ক্যান্টিনে– ডঃ মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আরিফি




বইয়ের নামঃ ইউনিভার্সিটির ক্যান্টিনে
লেখকঃ ডঃ মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আরিফি
অনুবাদঃ মাওলানা মাহমুদুল হাসান
প্রকাশনীঃ হুদহুদ
মুদ্রিত মূল্যঃ ২৪০ টাকা
লেখক পরিচিতিঃ ডঃ মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আরিফি আরব বিশ্বের একজন খ্যাতনামা ব্যক্তিত্ব, বহুগ্রন্থ প্রণেতা, সুবক্তা, সুসাহিত্যিক ও বিজ্ঞ আলিম। তার সরস-সরল, প্রাঞ্জল, ব্যতিক্রমি লেখনী আরব বিশ্বে ব্যাপক সমাদৃত। তার লেখা অনেক বই বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
বই পরিচিতঃ বইটিতে উপোভোগ্য ভঙ্গিতে পর্দার আদ্যোপান্ত ও মা বোনদের মুখাবয়ব ঢেকে রাখার আবশ্যিকতার বিষয়টি শারিয়াতের অকাট্য প্রমাণাদি ও শিক্ষণীয় ঘটনার বর্ণনাসহ তুলে ধরা হয়েছে। নিকাবের উপর কুরআন হাদিস থেকে ২০টি শক্তিশালী দলিল, চার মাযহাবের ফক্বিহগণের অভিমত ও সারা দুনিয়ার অনেক প্রখ্যাত আলিমের ফাতাওয়া লেখক এই বইতে এনেছেন। গল্পের চরিত্র সারা ও উরাইযের কথোপকথনের মধ্য দিয়ে লেখক মুখায়বের পর্দার গুরুত্ব তুলে ধরেছেন অত্যন্ত সাবলীল ভাষায় যা হালের মুসলিম নারীদের জন্য নিঃসন্দেহে একটি চমৎকার উপহার বলা যেতে পারে।
রিভিউঃ বইটির পৃষ্ঠা সংখ্যা মাত্র ১২৮। প্রতিটি পৃষ্ঠায় দৃষ্টিনন্দন ছবি থাকার কারণে পরিসর আরও ছোট হয়ে এসেছে। এক বসায় পড়ে ফেলার মতো চমৎকার একটি বই। লেখক গল্পের ছলে পর্দার গুরুত্ব তুলে ধরেছেন চমৎকারভাবে যা বই পড়ার ব্যাপারে অনাগ্রহী যে কাউকে বইটি শেষ করা পর্যন্ত বইয়ের মাঝে আটকে রাখবে। গল্পের মূল চরিত্র সারার পর্দানশীন মুসলিম নারী হিসেবে উপস্থাপনা এবং উরাইযের করা পর্দা সম্পর্কিত প্রতিটি প্রশ্নের কুরআন-হাদিস থেকে উৎসারিত দালিল এবং বুদ্ধিবৃত্তিক জবাব নিঃসন্দেহে যেকোন পাঠককেই চমৎকৃত করবে। আমাদের মা বোনেরা যারা পর্দা করে চলেন না বা পর্দা করলেও মুখাবয়ব ঢেকে রাখেন না উনাদের জন্য এই বইটি একটি চমৎকার হাদিয়া হতে পারে। ভাইদের জন্যও নিজের পরিবারের মহিলাদেরকে পর্দার ব্যাপারে দাওয়াহর জন্য এটি সহায়ক হবে। বইটি পড়া শেষ হলে অনেকের চিন্তার দরজা খুলে যাবে ইনশা আল্লাহ, নিকাব করা যে কতো জরুরী তাও বুঝতে পারবেন, আল্লাহ্‌ চাহে তো এই ছোট একটি বই আমাদের মা বোনদের পরিপূর্ণ শারঈ পর্দা মেনে চলার ব্যাপারে পাথেয় হয়ে যেতে পারে।

 রিভিউ লেখক : Sabet Bin Mukter]



 ডাউনলোড লিঙ্কঃ ইউনিভার্সিটির ক্যান্টিনে

শনিবার, ৭ অক্টোবর, ২০১৭

৪৫।জীবনকে উপভোগ করুন– ড,মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আরিফী

 




জীবনকে উপভোগ করুন
লেখকঃ ড,মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আরিফী।
অনুবাদকঃ কাজী মুহাম্মদ হানিফ
প্রকাশনীঃ পিস পাবলিকেশন
জীবনের বাঁকে বাঁকে মানুষ নানাবিধ সমস্যার মুখোমুখি হয়। এসব সমস্যা সঠিকভাবে সমাধান করে জীবনকে আনন্দময় ও সচ্ছন্দ করা সম্ভব। কিন্তু অনেক সময় সমস্যা এতটাই জটিল হয় যে, সেগুলোর সামনে নিজেকে অসহায় মনে হতে থাকে।
এমনসব পরিস্থিতিতে এই কালজয়ী গ্রন্থ ‘জীবন উপভোগ করুন’ আপনার অসাধারণ উপকার সাধন করতে পারে। সৌদী আরবের বিশিষ্ট আলেম ও লেখক ডক্টর মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফীর বিশ বছরের অভিজ্ঞতার সারনির্যাস এই গ্রন্থ। এর আরবী সংস্করণের মুদ্রণসংখ্যা প্রকাশের পর প্রথম বছরেরই দশ লাখ ছাড়িয়ে গেছে।
বইটি নবীজি (সঃ) এর জীবন এবং ইসলামের সমৃদ্ধ সোনালি অতীত থেকে নেওয়া বেশ কিছু ঘটনার এক অনবদ্য সংকলন।এবং এর একটি অনন্য বৈশিষ্ট্য হলো প্রায় সব বর্ণিত ঘটনা কিংবা হাদীস বা প্রাচীন কাব্য সমুহ আনা হয়েছে ‘আনকমন’ বা পাঠকমহলে নতুন। এই বইটিতে লেখকের জীবনের এমন কিছু ঘটনার স্থান যেগুলো পাঠকদের চিন্তা জগতের অলোড়িত করার ক্ষমতা রাখে। সাধারণ মানুষ ব্যক্তিগত ও সামাজিভাবে যেসব সমস্যার সম্মুখীন হয়, এই গ্রন্থে নবী-চরিতের আলোকে সেগুলোর সমাধান পেশ করা হয়েছে। উপস্থাপনা সহজ ও সাবলীল। তার সাথে যিনি এই বইটির বঙ্গানুবাদ করেছেন তার ভাষা এমন সহজ ও সৌন্দর্যমন্ডিত যে পাঠকের মনে হতে পারে অনুবাদক এতে নতুন প্রাণ দিয়েছেন। বুইটিতে উদাহরণ পেশ করা হয়েছে নবী কারীম সা., সাহাবায়ে কেরাম ও বুযুর্গানে দ্বীনের জীবন-চরিতের আলোকে। আর এগুলোর মাধ্যমেই উন্নত ও সফল জীবন যাপন করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে।বইটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল বইটিতে সামাজিক দক্ষতার সর্বোত্তম ব্যাবহার আমাদের জিবনে কি পরিমান কল্যান বয়ে আনতে পারে তা নবীজি (সঃ) এবং তার সাহাবা (রঃ) জীবন থেকে উদাহারন দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে।
পরিশেষে, বইটি আত্মউন্নয়নের পথে একটি বাস্তবিক ও সুপরিকল্পিত দিক নির্দেশনা,ঠিক একইভাবে ঐতিহাসিক ঘটনাবলির অমুল্য রত্নভান্ডার এটি। পাঠক মিস না করে পড়ে ফেলেন আশাকরি আপনার আত্মসচেতনতার পাশাপাশি আত্মার পুষ্টির যোগান দিবে বইটি।

 ডাউনলোড লিঙ্কঃ
জীবনকে উপভোগ করুন


শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

৪৪।প্যারাডক্সিক্যাল সাজিদ








সময় পাল্টেছে পাল্টেছে মানুষের চাহিদা সাথে সাথে মানুষের মধ্যে জানার আগ্রহ বেড়েছে অনেক পরিবেশ, সমাজ, রাজনীতি ধর্ম সব কিছু নিয়ে আমরা এখন অনেক সচেতন। যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে সবাই এই চলার পথে নানান মানুষের নানান মতের সাথে পরিচিত হচ্ছি প্রতিনিয়ত এই মতামতের বিচার-বিশ্লেষণ দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতায় কারো বিশ্বাস পাল্টে যাচ্ছে , ইন্টারনেট আর প্রযুক্তির কল্যাণে আমরা নতুন অনেক কিছু জানছি যা হয়ত আগে জানতাম না জানাটা আমাদের কাউকে আত্মবিশ্বাসী করছে কাউকে করছে সংশয়বাদী প্রতিনিয়ত মনের মধ্যে জন্ম নিচ্ছে নানান প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খায় কিলবিল করে সে  সব প্রশ্ন এটা কি সত্যি এরকম এটা এমন কেন? এটা আসলে কী হতে পারে এই জাতীয় নানান রকম প্রশ্ন দিয়ে আমরা প্রায়ই জর্জরিত হই। তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি নিজেও এসবের মুখোমুখি হই এসবের উত্তর খুঁজতেই নিজেকে ডুবিয়ে রাখি জ্ঞান রাজ্যে পদার্পণ করি  শেখার আশায় একসময় ভাবলাম প্রশ্নগুলো তো আমার একার নয় আমার মত অনেকের আমি যতোটুকু জেনেছি যে বুঝেছি অন্যদের জানিয়ে দেওয়া আমার কর্তব্যআমি সম্পুর্ন জানি না অনেক কিছুই আমার অজানা তবে যেটুকু আমি জেনেছি তা অন্যদের জানাতে আমি সামনে নিয়ে এলাম সাজিদকে। সাধ্যমত প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করে সে জানে তার অনেক সীমাবদ্ধতা আছে। তবুও সে চেষ্টা করে।লেখালেখির মূল অনুপ্রেরণা সম্মানিত পাঠকবৃন্দ কে বিশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি প্রায়শই যাদের জন্য বইটি যদি তাদের  সামান্য উপকারেও আসে তবেই আমার আমাদের শ্রম সার্থক হবে

 ডাউনলোড লিঙ্কঃ