সাইয়েদ আবুল হাসান আলী নদভী রচিত নতুন দাওয়াত নতুন পয়গাম বইটিতে তিনি তার আবেগঝরা প্রয়োজনীয় অভিব্যাক্তির প্রকাশ ঘটিয়েছেন।বইটি পড়লে মনে হবে তিনি তার মনের সবটুকু আকুলতা দিয়ে মুসলিম উম্মাহর বিবেকে চেতনার পরশ বুলাতে চাচ্ছেন।চেতনাধারী কারো পক্ষে তা পাঠে প্রভাব ও প্রতিক্রিয়াহীন থাকাটা প্রায় অসম্ভব।লেখকের লেখনী সামান্য একটু তুলে ধরা হল-
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান।তাই একজন মুসলমান এর দায়িত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম পালন করার চেষ্টা করা এবং ইসলামের পয়গাম মুসলিম ও অমুসলিম সকলের কাছে পৌছে দেয়া।
বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১১
১১।নতুন দাওয়াত নতুন পয়গাম
সাইয়েদ আবুল হাসান আলী নদভী রচিত নতুন দাওয়াত নতুন পয়গাম বইটিতে তিনি তার আবেগঝরা প্রয়োজনীয় অভিব্যাক্তির প্রকাশ ঘটিয়েছেন।বইটি পড়লে মনে হবে তিনি তার মনের সবটুকু আকুলতা দিয়ে মুসলিম উম্মাহর বিবেকে চেতনার পরশ বুলাতে চাচ্ছেন।চেতনাধারী কারো পক্ষে তা পাঠে প্রভাব ও প্রতিক্রিয়াহীন থাকাটা প্রায় অসম্ভব।লেখকের লেখনী সামান্য একটু তুলে ধরা হল-
লেবেলসমূহ:
ইসলামিক বই,
সৈয়দ আবুল হাসান আলী নদভী
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)