তাকী ওসমানীর অমূল্য বয়ান
নিয়ে সংকলিত ইসলাহী খুতুবাত এর ৬ নম্বর খন্ড প্রকাশিত হল।আসা করি পাঠকের ভাল
লাগবে।
তাওবাঃসকল গুনাহর
প্রতিষেধক
যদি আমাদের মাঝে গুনাহ এর
প্রতি আকর্ষন না থাকে,তাহলে গুনাহ থেকে বেচে থাকার সার্থকতা কোথায়?গুনাহর প্রবনতা
এবং গুনাহ-বিরোধী শক্তি যদি বিরোধে জড়তে না পারে তাহলে আমাদের সাফল্য বুঝা যাবে কি
করে?অন্তরে গুনাহর তাড়না দাপাদাপি করবে,কিন্তু মানুষ আল্লাহর বড়ত্ব ও ভয়ের মাধ্যমে
তার মোকাবেলা করবীবং বিজয়ী হবে-মানুষ তখনিই তো মানুষ পরিপূর্ণ মানুষ হবে।