বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১১

২৫।ইসলাহী খুতুবাত (৬)

তাকী ওসমানীর অমূল্য বয়ান নিয়ে সংকলিত ইসলাহী খুতুবাত এর ৬ নম্বর খন্ড প্রকাশিত হল।আসা করি পাঠকের ভাল লাগবে।
তাওবাঃসকল গুনাহর প্রতিষেধক
যদি আমাদের মাঝে গুনাহ এর প্রতি আকর্ষন না থাকে,তাহলে গুনাহ থেকে বেচে থাকার সার্থকতা কোথায়?গুনাহর প্রবনতা এবং গুনাহ-বিরোধী শক্তি যদি বিরোধে জড়তে না পারে তাহলে আমাদের সাফল্য বুঝা যাবে কি করে?অন্তরে গুনাহর তাড়না দাপাদাপি করবে,কিন্তু মানুষ আল্লাহর বড়ত্ব ও ভয়ের মাধ্যমে তার মোকাবেলা করবীবং বিজয়ী হবে-মানুষ তখনিই তো মানুষ পরিপূর্ণ মানুষ হবে।

মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১১

২৪ইসলাহী খুতুবাত(৫)


বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম ইসলামী ব্যক্তিত্ব বিচারপতি মাওলানা তাকী ওসমানীর অমূল্য বয়ান এর ৫ম খন্ড প্রকাশিত হল।নিচে বয়ানের কিছু অংশ তুলে ধরা হল।
বিনয়ঃ সফলতার সোপান
বিনয় একট গুরুত্বপূর্ণ বিষয়।বিনয়শূন্যতা মানুষকে ফেরাউন ও নমরুদের স্তরে নিয়ে যায়।অন্তরে বিনয়ী না হলে অহংকারী হবে।সেই অন্তর অপরকে তুচছ ভাববে,বড়াই করবে।আর অহংকারী ও বড়াই হলো সকল আত্নিক ব্যাধির মূল।