মাওলানা তারিক জামিল একজন কিংবদন্তী দাঈ।তার বয়ান এর যাদুময়তার
সুবাদে তার নাম এখন মুখে মুখে।তিনি প্রথমে মেডিকেল পড়াশুনায় উচ্চ শিক্ষা লাভ
করেছেন।তারপর পড়েছেন দ্বীন ইসলাম নিয়ে। তার বয়ান নারী পুরুষ সবাইকে আকৃষ্ট
করে।আমরা আসা করি আলোকিত নারী বইটি একিই সাথে পুরুষ ও নারী উভয়কে আলোকিত করবে।তার
বয়ানের সামান্য একটু তুলে ধরা হল,
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান।তাই একজন মুসলমান এর দায়িত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম পালন করার চেষ্টা করা এবং ইসলামের পয়গাম মুসলিম ও অমুসলিম সকলের কাছে পৌছে দেয়া।
শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১
৩১।আলোকিত নারী
লেবেলসমূহ:
অন্যান্য,
ইসলামিক বই
শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১
৩০।কান্নার পুরস্কার
আল্লাহ পবিত্র কোরানে সূরা নাজমে ৬০ নং আয়াতে
বলেন-
তোমরা হাসছ কেন কান্না করছো না?
আসুন পরকালের মর্মান্তিক শাস্তির ভয়ে আল্লাহর
দরবারে চোখের পানি ফেলে কান্নাকাটি করি।এই পানি কখনও বিফলে যাবে না,পরকালে তা
আমাদের জন্য বিরাট কাজে আসবে।বইটিতে কান্নার পুরষ্কার ও এর ফযীলত সম্পর্কে বলা
হয়েছে।আসা করি বইটি পাঠকদের ভাল লাগবে।
লেবেলসমূহ:
অন্যান্য,
ইসলামিক বই
সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১১
২৯।তাযকিরাতুল আখেরাহ
লেবেলসমূহ:
ইসলামিক বই,
প্রফেসর মুহাম্মদ হামীদুর রহমান
শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১
বাংলা ফন্ট সমস্যা
অনেকের বাংলা ফন্ট এর সমস্যা হয়।নিচের থেকে
ফাইলটা ডাউনলোড করে প্রথমে সবগুলো ফন্ট কপি করুন।এরপর c drive এ গিয়ে ফন্ট এর ফোল্ডারটা খুজে বের করুন।এরপর কপি করা ফন্টগুলো সেখানে
পেষ্ট করে দিন।আসা করি এরপর আর বাংলা ফন্ট নিয়ে আর সমস্যা হবে না।
ডাউনলোড লিঙ্ক- বাংলা ফন্ট
লেবেলসমূহ:
বাংলা ফন্ট সমস্যা?
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)