সোমবার, ২৬ মার্চ, ২০১২

৪১।কিসরার মুকুট




কিসরার মুকুট সাহাবা জীবনের আলোকময় কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে।আসা করি পাঠকের ভাল লাগবে।বইটির একটি ঘটনার সামান্য অংশ তুলে ধরা হল-
আবদুল্লাহ ইবনে যুবায়ের রা বর্ম খুলে সেলোয়ার পরলেন।তারপর মায়ের নিকট দোয়া প্রার্থনা করলেন।তখন আসমা বিনতে আবূ বকর(রাঃ) হাত তুলে এই বলে দোয়া করলেন ,হে আল্লাহ নিঃসীম রাতে যখন মানুষ আয়েসী ঘুমে অচেতন থাকত সে সময় তার নামাজ ও রোনাজারিকে আপনি কবুল করুন।

শুক্রবার, ৯ মার্চ, ২০১২

৪০।তোমরা কি ভেবে দেখেছ




আল্লাহ পবিত্র কোরানে বলেন-

আচ্ছা তবে দেখ! যে বীর্য তোমরা পতন কর,তোমরা কি তা সৃষ্টি কর না আমি তার স্রষ্টা ? যে বীজ তোমরা বপন কর সে সম্বন্ধে চিন্তা করেছ কি ?তোমরা কি তা অঙ্কুরিত কর, না আমি অঙ্কুরিত করি ? তোমরা যে পানি পান কর সে সম্বন্ধে কি [কখনও ] চিন্তা করেছ ?